শিরোনাম

সব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাপিয়ে পড়ার আহ্বান তামিমের

Views: 48

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লাসহ দেশের ১৩টি জেলা। এতে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন বিপর্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন ক্রিকেটাররা। গতকালই কথা বলেছেন তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম রুবেল হোসেনরা। আজ ভোরে বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। এবার লম্বা এক স্ট্যাটাস দিলেন তামিম ইকবাল।

আজ শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মাশরাফি বলেন, ‘ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করা। ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ, এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য।’

বন্যার্তদের প্রতি করণীয় নিয়ে তামিম বলেন, ‘ আমি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যে সংস্থা ও সংগঠনগুলোকে আমার কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে হয়েছে, তাদের মাধ্যমে সহায়তা করেছি। সাধ্যমতো আরও করে যাব ইনশাল্লাহ। মানুষকে উদ্ধার করতে ও নানাভাবে যারা মাঠ পর্যায়ে নিরলস কাজ করে চলেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। এই দেশ অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে। এবারও আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব, সবাইকে নিরাপদ ও ভালো রাখব।’

তবে উদ্ধারের মাধ্যমেই কাজ শেষ হয়ে যাবে না। বন্যা পরবর্তী সময়ের চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেছেন তামিম, ‘আরেকটা কথা মনে রাখতে হবে, বন্যার তাৎক্ষনিক ধাক্কা সামলানোই শেষ কথা নয়। পানি নেমে যাওয়ার পর দুর্গতদের পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করতে হবে। সেই দায়িত্ব আমাদের সবার। সবাই মিলেই চেষ্টা করব তাদেরকে আবার সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য। স্লোগান আমাদের একটিই- মানুষ মানুষের জন্য।’
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *