পটুয়াখালী প্রতিনিধি :: ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রনোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে গণবিক্ষোভ পটুয়াখালীর কলাপাড়ায় গণবিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গণবিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিল টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি আল ইমরান, নজরুল ইসলাম, জাকারিয়া আহমেদ, মাশরাফি কামাল, নাজমুল সাকিব প্রমুখ।
বক্তারা বাংলাদেশে বন্যা সৃষ্টির প্রতিবাদে খুলে দেয়া বাঁধের সামনে বাঁধ নির্মাণসহ সকল ভারতীয় পণ্য বর্জনের দাবি জানান। একইসাথে ভারতের বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে সচেতন হওয়ার আহবান জানান।