শিরোনাম

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় দফায়

Views: 50

চন্দ্রদ্বীপ নিউজ ডেক্স:  মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। কারণ কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। অর্থাৎ ৫০ শতাংশ ভোট কেউ পায়নি।

নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী পিএনসি-পিপলস ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা মোহাম্মদ মুইজু সরকারদলীয় প্রার্থী ইব্রাহিম মোহামেদ সলিহর চেয়ে এগিয়ে রয়েছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। এতে দেখা যায়, ৪৫ বছরের মুইজু প্রদত্ত ভোটের ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে সলিহ পেয়েছেন ৩৯ দশমিক ৭১ শতাংশ ভোট।

বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবারের নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নির্বাচনে সলিহর সঙ্গে মোহাম্মদ মুইজুরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

দুর্নীতির অভিযোগে গত বছরের ডিসেম্বরে বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের ১১ বছরের কারাদণ্ড হয়েছে। ইয়ামিনের জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুইজু। ৫৭৪টি বুথে ভোট গ্রহণ চলে। এর মধ্যে এক-চতুর্থাংশ বুথই রাজধানী মালেতে।

এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা দুই লাখ লাখ ৮২ হাজার। মালদ্বীপে কারাবন্দিদেরও ভোট দেওয়ার বিধান আছে। তবে রাজনৈতিক বন্দি যেমন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন ভোট দিতে পারবেন না।

নির্বাচনের প্রার্থীরা হলেন বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ, মোহাম্মদ লাবি, মালদ্বীপ ন্যাশনাল পার্টির (এমএনপি) চেয়ারপারসন মোহাম্মদ নাজিম, পিপিএম অ্যান্ড পিএনসি-পিপলস ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা মোহাম্মদ মুইজু। জেপির নেতা মোহাম্মদ গাসিম ইব্রাহীম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির, আহমেদ ফারিস মামুন ও হাসান জামিল।

মালদ্বীপ দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপদেশ। ২০০৮ সালে বহুদলীয় ব্যবস্থা শুরু হওয়ার পর এই প্রথম এত বেশি প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *