পটুয়াখালী প্রতিনিধি :: গত ২৩ জুলাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে গিয়ে ঠিকভাবে জাল ফেলতে না পারায় ভরা মৌসুমেও পটুয়াখালীর হাট বাজারে ছিলো না তেমন ইলিশের উপস্থিতি।
জুলাই থেকে অক্টোর মাস ইলিশের ভরা মৌসুম। প্রতিবছর এসময়ে নদী ও সাগরে ধরা পড়ে বড় বড় রূপালী ইলিশ। এবার সাগরেও দেখা মিলছে ইলিশের। বিভিন্ন কারণে ইলিশ কম ধরা পরায় বাজারে তুলনামূলক দামও ছিলো চড়া। বিগত তিন মাস ঘাটে নোঙর করে ছিল অনেক জেলে। বড় ইলিশের কম পাওয়ায় লোকসানের মুখে পরতে হচ্ছে জেলেদের।
তবে আবহাওয়া অনুকূলে আসায় গত ২/৩ দিন ধরে সাগরে যাচ্ছেন জেলেরা। কিছু কিছু জেলে টলার নিয়ে ঘাটে ফিরেছে। বাজারে এসেছে বিভিন্ন সাইজের কিছু ইলিশ। এতে কেজিতে কমেছে সর্বোচ্চ ৫০-১০০ টাকা।