পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ক্রটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল (ড্রোন দ্বরা) ভূমি জরিপ বন্ধ করার জন্য সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকার শত শত ভুক্তভোগী কৃষকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে ইটবাড়িয়া দুই নম্বর ব্রিজ থেকে শত শত ভুক্তভোগী বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনকালে ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রুটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে বক্তব্য রাখেন ভূক্তভোগী মো. ইউসুফ আলী তোতা, শাহ আলম গাজী, নাসির গাজী, গিয়াস উদ্দিন হাওলাদার, মো. নিয়াজ ফরাজী, মোশারেফ হোসেন, কামাল হাওলাদার, বাকি বিল্লাহ, নিয়াজ ফরাজী প্রমুখ।