সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলার দৌলতখান উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের শরীফ সর্দার বাড়ির মো. রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন- মঞ্জুর আলম, আজিজ, মো. বাবুল, নুরউদ্দিন ও আব্দুল। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে।
আহতরা জানান, ঢালাই মেশিনসহ একটি নসিমন নিয়ে শিবপুর থেকে দৌলতখান উপজেলার দলি খায়েরহাট যাচ্ছিলেন ১০-১২ জন শ্রমিক। বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছলে নসিমনটি উল্টে ছয়জন শ্রমিক গুরুত্বর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে আল আমিন মারা যায়। এছাড়াও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।