শিরোনাম

পায়রা তাপবিদ্যুতের দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Views: 44

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম ও প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মাওলার পদত্যাগ ও জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার ও এলাকার শিক্ষিত যুবসমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ওই এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্য ও শিক্ষার্থী রবিউল আউয়াল অন্তর, ইকবাল জিসান, ইমরান হোসেন ও শিমুলসহ অন্যান্যরা।

পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে মিলিত হন তারা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন রবিউল ইসলাম অন্তর।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম ও প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মাওলার পদত্যাগ, চুক্তিভিত্তিক ও আউট সোর্সিংয়ের মাধ্যমে সকল অবৈধ নিয়োগ বাতিল, ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান। ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচিসহ আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে জানতে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আবদুল মাওলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *