চন্দ্রদ্বীপ ডেস্ক: পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংরক্ষিত প্লট থেকে পুরো পরিবারের নামে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো প্রক্রিয়াটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। সরকার পতনের পরপরই এ সংক্রান্ত ফাইলগুলো রাজউকের রেকর্ড শাখা থেকে গোপনে সরিয়ে নিয়ে লুকিয়ে ফেলা হয়েছিল।
এই ফাইলগুলোর মধ্যে শেখ হাসিনার নামে প্লট বরাদ্দের ফাইলের ওপর ইংরেজি বড় অক্ষরে লেখা আছে ‘ভি-৩’, পাতা ১৪১। এটি একটি গোপনীয় ফাইল হিসেবে সরিয়ে নিয়ে লুকিয়ে ফেলা হয়েছিল রাজউকের রেকর্ড শাখা থেকে।
রাজউক সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩/এ ধারার ক্ষমতা বলে পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের জন্য এসব প্লট বরাদ্দ করা হয়। ২০২২ সালে শেখ হাসিনাকে প্লট বুঝিয়ে দেওয়া হয়। বিষয়টি এতটাই গোপনীয়তার সঙ্গে করা হয় যে, রাজউকের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্যরা এ নিয়ে কিছুই জানতেন না।
২০২২ সালের ৩ আগস্ট শেখ হাসিনার নামে প্লটের বরাদ্দ পত্র ইস্যু করে রাজউক। পরে সেটি শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়।
সরকার পতনের পর শেখ হাসিনার প্লট বরাদ্দের ফাইলগুলো লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই ফাইলে আছে তার (শেখ হাসিনা) স্বাক্ষরসহ প্লট বরাদ্দের আবেদনের কপি, বরাদ্দ পত্রের অফিস কপি, জাতীয় পরিচয়পত্রের কপিসহ অন্যান্য কাগজপত্র।