মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সুশীলন এর উদ্যোগে ইউনিসেফ এর সহায়তায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ) প্রতিরোধে জনসম্পৃক্তকরণ, সামাজিক ও আচরণ পরিবর্তন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল খাঁন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীরসহ উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা।