পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাড়াও, পথে নামো কন্ঠে ধরো শ্লোগান দিয়ে পটুয়াখালীতে জাতীয় সংগীত পরিবেশন করেছে সংস্কৃতিকর্মীরা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
জাতীয় সংগীতে অংশশ নেয় দক্ষিনা খেলাঘর, মুক্তপ্রাঙ্গন সহ বিভিন্ন সাংস্কৃতিক সঙ্গঠনের কর্মীরা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কন্ঠে ধারন করে সংস্কৃতিকর্মীরা জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য আহবান জানান।
এসময়, উদীচী শিল্পী গোষ্ঠী পটুয়াখালী জেলা সংসদের সমন্বয়ক মুস্তাফিজুর রহমান, রবিউল আমীন বাবুল, কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মোতালেব মোল্লা, দখিনা খেলাঘর আসরের সাধারন সম্পাদক আতিকুজ্জামান দিপু, মুক্তপ্রাঙ্গনের প্রেসিডিয়াম সদস্য জাবেদুল হক খান ইকবাল উপস্থিত ছিলেন।