এস এম পারভেজ (পিরোজপুর): বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (বিশেষ পুরস্কার) নির্বাচিত হলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
সোমবার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা শেষে পিরোজপুর পুলিশ সুপারকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো:জামিল হাসান( বিপিএম-সেবা, পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান ( বিপিএম-সেবা, পিপিএম) জানান, অপরাধ পর্যালোচনা সভার মাধ্যমে উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমাকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ( বিশেষ পুরস্কার) নির্বাচিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে পিরোজপুরের ৩টি ক্লু লেস হত্যাকান্ডের রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন করে জেলা পুলিশ। এগুলো হলো ১৭ আগস্ট সন্ধ্যায় স্বর্ণালংকার নেয়ার উদ্দেশ্যে সদর থানার শিকারপুরে হাসি রানী ঘরামীকে হত্যা, ১৮ আগস্ট নাজিরপুর থানার বৈবুনিয়া গ্রামের কোমেলা বেগমকে ধর্ষন ও অর্থ আত্মসাতের জন্য হত্যা এবং ২ সেপ্টেম্বর ভান্ডারিয়া থানার নিজ ভান্ডারিয়া গ্রামের সাদিয়া আক্তার মুক্তাকে হত্যার ঘটনা।