চন্দ্রদ্বীপ ডেস্ক: সোমবার দুপুরে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা হয় । জানালেন, তিনি আগের চেয়ে অনেকে ভালো আছেন। চলছে সংগীতচর্চাও।
বছরের শুরুতে মাস তিনেকের বেশি সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন বাংলা গানের পাখি সাবিনা ইয়াসমীন। এরপর ঢাকায় ফিরে আবার নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে যেতে হয়। এদিকে লম্বা সময় ধরে সাবিনার দেশের বাইরে চিকিৎসাধীন থাকার কারণে দেশ ও দেশের বাইরে ছড়িয়ে থাকা গানের ভক্ত–শুভাকাঙ্ক্ষীরা চিন্তায় পড়েন। জানতে চান, কেমন আছেন তাঁদের প্রিয় শিল্পী।
সাবিনা ইয়াসমীনের পেশাদার গানের জীবন ছয় দশকের বেশি সময়। এই দীর্ঘ সময়ে আজ পর্যন্ত কোনো দিন রেওয়াজ থেকে নিজেকে দূরে রাখেননি খুব বেশি অসুস্থ না হলে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় আলাপ প্রসঙ্গে জানালেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর অনেক সময় ধরে রেওয়াজ করেছি। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। দুপুর ১২টা পর্যন্ত করলাম। তবে সকাল কিংবা বিকেল নয়, যখনই মন চায় তখনই রেওয়াজ করি।’