Views: 30
এবার মেয়েকে বড় করে তোলার পালা। সন্তানকে বড় করার জন্য ক্যারিয়ার ত্যাগ করবেন দীপিকা? ইতোমধ্যেই উঠেছে সেই প্রশ্ন।
বছর খানেক এক সাক্ষাৎকারে দীপিকা স্পষ্ট জানিয়েছিলেন, ‘বাচ্চা আমার ও রণবীরের খুবই পছন্দ। তাই সন্তান নিতে খুব একটা দেরি করব না। শুধু তাই নয়, সন্তানকে বড় করা একটা বিশাল দায়িত্বের বিষয়। সে কারণে যদি অভিনয় ছাড়তে হয়, তাহলে তাও ছাড়ব। সন্তানের জন্য কোনও আপসে যাব না। সন্তানই একমাত্র প্রয়োরিটি।’
ভারতজুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে আন্দোলনের উত্তাল সময়েই রণবীর-দীপিকার ঘর আলো করে আসলো ফুটফুটে কন্যা সন্তান। রোববার সেই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তারকা l