শিরোনাম

বরিশালে কন্যা নবজাতক সিঁড়ির নিচে রেখে পালালেন মা বাবা

Views: 28

বরিশাল অফিস :: বরিশালের বানারীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগের সিঁড়ির নিচে অজ্ঞাতপরিচয় সদ্য ভূমিষ্ঠ ফুটফুটে এক কন্যা নবজাতক পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ির নিচে নবজাতকের কান্না শুনে নার্সরা তাকে উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ফকরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, নবজাতককে হাসপাতালের বহিঃবিভাগের সিঁড়ির নিচে পেয়ে তাৎক্ষণিক ইউএনওকে অবহিত করা হয়। নবজাতক সুস্থ রয়েছে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ আফরোজা তাকে মাতৃস্নেহে দুগ্ধ পান করিয়েছেন। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. অন্তরা হালদার বলেন, হাসপাতালে নবজাতক পাওয়ার খবর পেয়ে সেখানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেবীকে পাঠানো হয়। নবজাতককে এদিন বিকালে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়ায় ছোট মনি নিবাস (বেবি হোম) পাঠানো হয়েছে।

হাসপাতালে পরিচয়হীন ফুটফুটে কন্যা নবজাতক পাওয়ার খবরে সেখানে শত শত উৎসুক জনতা ভিড় করেন। তারা নবজাতককে ফেলে যাওয়া বাবা-মাকে ধিক্কার জানান। নার্সসহ অনেকেই নবজাতকটিকে দত্তক নেওয়ারও আগ্রহ প্রকাশ করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *