অভিনয় নিয়ে একটা সময় ব্যস্ততায় কাটালেও বর্তমানে নিজেকে অনেকটাই পর্দার জগৎ থেকে আড়ালে রাখছেন তিনি। ব্যক্তিজীবনে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই তারকাকে। সংসার জীবনে বিচ্ছেদের মুখ দেখেছেন। নিজের বাবাকে হারিয়েছেন। সবকিছু মিলিয়েই কিছু কঠিন সময় পার করতে হয়েছে ফারিয়াকে।
এদিকে টেলিভিশনের এক সাক্ষাৎকারে শবনব ফারিয়া বলেন, ‘যখন একজন মানুষ ক্যামেরার সামনে পেশাগত ভাবে কাজ করা শুরু করে সে এটা ভেবেই আসে যে, আসলে আমার ব্যক্তিগত জীবন বলতে খুব সীমিত জিনিস থাকবে। পুরটাই পাবলিক প্রোপার্টি হিসেবে মানুষজন দেখবে। কিন্তু একটা সময় যেটা হয় আমরা সাধারণ মানুষ অনেক সময় ভুলে যায় যে আমাদের কতটুকু পর্যন্ত আরেকজন মানুষের জীবনকে পাবলিক প্রোপার্টি হিসেবে বিবেচনা করতে পারি।’
অভিনয়ের সমালোচনার বিষয়ে ফারিয়ার বক্তব্য, ‘আমার অভিনয়কে নিয়ে দর্শকদের সমালোচনা করার শতভাগ অধিকার রয়েছে। যখন আমার ব্যক্তিগত জীবনে মায়ের সঙ্গে ছবি দিলাম কিংবা একজন কলিগ এর মায়ের সাথে ছবি দিয়েছি সেখানে এমন ধরনের কমেন্ট এসেছে যেটা কাম্য না। এটা আমাদেরকে বুঝতে হবে এটা বলে পরিবর্তন করা যাবে না। ’