শিরোনাম

পটুয়াখালীতে গ্যাস সরবরাহের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

Views: 176

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালী জেলাসহ দক্ষিণাঞ্চলের কলকারখানা ও আবাসিক খাতে ভোলার গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে এক গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবি বাস্তবায়নের জন্য নাগরিক আন্দোলন পটুয়াখালী আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন পটুয়াখলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়।

‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবিতে নাগরিক আন্দোলন’ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি হচ্ছে। মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করে তা সরকার প্রধান বরাবর পাঠানো হবে।

এ গণস্বাক্ষর চলাকালে বক্তব্য রাখেন, নাগরিক আন্দোলন পটুয়াখালী কমিটির আহ্বায়ক মোতালেব মোল্লা, সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম সদস্য সচিব মাহফুজা ইসলাম, সদস্য শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জালাল আহমেদ, অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ, এমজি মোস্তফা, কাজী দেলোয়ার হোসেন দিলিপ প্রমুখ।

বক্তারা বলেন, ‘দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকার শিল্পাঞ্চলে সরবরাহ দক্ষিণাঞ্চলের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ভোলার গ্যাস দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ভোলাসহ পটুয়াখালী জেলার শিল্পাঞ্চল ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার মাধ্যমে অনুন্নত দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন দীর্ঘদিনের দাবি।

এ সময় বক্তারা দাবি বাস্তবায়নে আগামী ২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় ডিসি কোর্টের পশ্চিম পাশের গেটে অবস্থান ও সমাবেশ পালন করে প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রধান কর্মসূচির ঘোষণা করেন।
গণস্বাক্ষর উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে স্বাক্ষর করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যাবার্জী, প্রফেসর অশোক দাস, সাংবাদিক শংকর লাল দাস, সাংবাদিক জাকির মাহমুদ সেলিম প্রমুখ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *