শিরোনাম

গলাচিপায় অজানা রোগে আবারো ৩ জন অসুস্থ – এলাকায় আতঙ্ক

Views: 21

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় এক মাদরাসায় ক্লাশ চলাকালিন সময় আবারো তিনজন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া ছালেহিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন নবম শ্রেণির ছাত্র মো: মুশফিকুর রহমান, অস্টম শ্রেণির ছাত্র বায়জিদ ও সাব্বির হোসেন। এ নিয়ে অসুস্থ্যর সংখ্যা ১১জন।

জানা গেছে, ওই মাদরাসায় বুধবার ১০টার দিকে অস্টম শ্রেণির ক্লাসে শিক্ষক মো: সামসুদ্দিন কোরআন মাজিদ পড়ানোর জন্য ক্লাসে প্রবেশ করেন। এ সময় প্রথমে সাব্বিরের মাথা ঘুরে ও চোখ ঝাপসা দেখে শ্রেণি কক্ষে পড়ে যায়। পরে ওই ক্লাসে বায়জিদও মাটিতে পড়ে যায়। অনুরূপ নবম শ্রেণির ছাত্র মো: মুশফিকুর রহমানের একই অবস্থা হয়। তিনজন বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

এতে মঙ্গলবারে মাদরাসার শিক্ষকসহ আটজন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে বুধবার মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশে কমে যায়। এ ঘটনায় বর্তমানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে বায়জিদের মা উম্মে হানি জানান।

বোয়ালীয়া ছালেহিয়া দাখিল মাদরাসার সুপার মু: জয়নুল আবেদীন জানান, ‘সম্ভাব্য জ্বীন আতঙ্ক বিরাজ করছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে মাধ্যমিক বিদ্যালয়ের উপজেলা শিক্ষা অফিসার রেজাউল কবির জানান, বিষয়টি অবগতি আছি। শিঘ্রই মাদরাসাটি পরিদর্শন করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *