শিরোনাম

বিসিএসের স্থগিত পরীক্ষাগুলোর ব্যাপারে কী ভাবছে পিএসসি

Views: 34

চন্দ্রদ্বীপ ডেস্ক:  এখন ৪৪তম বিসিএসের ভাইভা স্থগিত আছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখার কার্যক্রম আছে। এ ছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত আছে। এই পরীক্ষাগুলো চলমান পরিস্থিতির কারণে প্রথমে পেছানো হয়েছে, পরে স্থগিত করা হয়েছে। এখন এগুলো নেওয়ার বিষয়ে প্রথমে সরকারকে অবহিত করা হবে। এ ছাড়া এ পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে কোনো পরামর্শ আছে কি না, সেটিও দেখা হবে। স্থগিত থাকা বিসিএস পরীক্ষাগুলোর বিষয়ে সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ জন্য নতুন করে পরীক্ষার তারিখ দেওয়া হয়নি। সরকারকে পরীক্ষাগুলোর বিষয়ে অবহিত করে পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে পিএসসি। পিএসসির একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা  বিষয়টি জানিয়েছেন।

সরকারের সিদ্ধান্ত পেলেই পরীক্ষাগুলো শুরু করা হবে। পিএসসি এসব পরীক্ষা স্থগিত করেছে মানে এই নয় যে কার্যক্রম নেই। ছোট ছোট কয়েকটি নিয়োগ পরীক্ষার কার্যক্রম শেষ করা হয়েছে। কিছু কাজ চলছে। সরকারের নির্দেশনার পর পিএসসি এগুলো শিগগিরই প্রকাশ করবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *