বরিশাল অফিস: বরিশাল জেলার সদর উপজেলা ৩নং চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের কাউনিয়া থানাধীন আঃ মতলেব হাওলাদারের ছেলের নুরুল ইসলাম হাওলাদারের বসত ঘরে অতর্কিত হামলা চালিয়ে সন্ত্রাসীরা ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে ।
এ বিষয়ে বরিশাল কাউনিয়া থানাধীয় অভিযোগ করে নুরুল ইসলাম হাওলাদারে জানান, আমিও আমার পার্শ্ববর্তী মৃত ওহাব হাওলাদারের ছেলে জব্বার হাওলাদারের সাথে দীর্ঘ দিন যাবৎ বসবাস করে আসছি ।
তাদের জমি আমার জমির পাশে থাকার কারণে আমাদের জমির কিছু অংশ তাহাদের নামে রেকর্ড করাইয়া নেয়। এ বিষয় নিয়া স্থানীয় ভাবে বেশ কয়েক বার সমাধানের চেষ্টা করিলে তারা কোন সমাধানে আসতে চায় না। উল্ট আমাদের বিভিন্ন সময় তারা স্থানীয় সন্ত্রাসীরদের নিয়ে আমাদের পরিবারের সকলকে বসত বাড়ি ও এলাকা থেকে তাড়ানোর জন্য ভয়ভীতি দেখাচ্ছে ।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে মৃত ওহাব হাওলাদারের ছেলে আঃ জব্বার হাওলাদার (৫২),জয়নাল হাওলাদারের ছেলে সজিব (৩৮),আঃ জব্বার হাওলাদারের স্ত্রী মোসাঃ নাসরিন বেগম (৪৫),ও মোসাঃ নাজমুন্নাহার বেগম (৬০) হাঠাৎ করে আসিয়া আমার বসত ঘরের পশ্চিম পাশের বারান্দার চাল ও বেড়ায় অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও ঘরের বেশ কিছু জিনিস পত্র লুটপাট করে ।
আমি তাদের বাঁধা দিলে তারা জমি তাহাদের বলিয়া দাবী করে আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করে। এখন আমি বিভিন্ন সময় তাদের অত্যাচারে আমার ও পরিবারের নিরাপত্তা নিয়ে সংশয় আছি। তাই সরকার ও প্রশাসনের কাছে এই অত্যাচারীদের কঠিন বিচার দাবী করি ।
হামলা ভাংচুর ও লুটপাটের বিষয়ে অভিযোগ অস্বীকার করে আঃ জব্বার হাওলাদার বলেন, আমি কারো বসত ঘরে হামলা ও লুটপাট করি নাই । তারাই তাদের ঘরের জিনিস পত্র ভাঙচুর ও আমাদের গালিগালাজ করে।
এ ছাড়াও আমাদের দীঘ দিন যাবত বসবাস করা রেকার্ড়িও জমি তারা ভোগ দখল করে আসছে । সেই জমি ছাড়া আমাদের ভোগ দখল করা জমির সিমানা পেরাসির রাতের আধারে উফরে ফেলায় জিজ্ঞাসা করলে আমাদের উল্ট হুুমকী ও গালিগালাজ করে । আমাদের বিরুদ্ধে সে যে অভিযোগ করছে তা মিথ্যাচার করছে ।
এ বিষয়ে বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান (আসাদ) বলেন, ঘটনার বিষয়টি আমি শুনেছি। ওখানে পুলিশ সদস্যরা গিয়েছিল। বেশ কয়েকবার পুলিশ ও স্থানীরা মিলে তাদের সম্যাসা সমাধানের চেষ্টা হয়েছে । তবে কোন পরিবার সমাধানে আসতে চায় না এমন অবস্থায় দুই পরিবারের মধো প্রায় এমন ঘটনা ঘটে। তবে বর্তমানের ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত দিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে ।