Views: 53
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় নদী রক্ষা ও নদীতে দূষণ বন্ধের দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন রাবনাবাদ নদীতে নৌ র্যালি ও উপজেলার মধুপাড়া সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় এসব কর্মসূচি পালন করা হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও আমরা কলাপাড়াবাসী এ কর্মসূচির আয়োজন করে। নৌ র্যালি ও মানববন্ধনে বিভিন্ন এনজিওর প্রতিনিধি, স্থানীয় জেলেসহ সাধারণ মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন ওয়াটারকিপার্স কলাপাড়া উপজেলা সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম ও স্থানীয় জেলেনেতা শহীদ সিকদার।