শিরোনাম

বরিশালে আটকে দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী স্পিডবোট

Views: 32

বরিশাল অফিস :: বরিশাল সদর উপজেলার তালতলী থেকে মেহেন্দীগঞ্জের পাতারহাট রুটে বিএনপি নেতার নেতৃত্বে স্পীডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরোক্ষভাবে চাঁদা দাবি করলেও প্রত্যক্ষভাবে তাদের অভিযোগ, স্পীডবোট চলাচল করার কারনে নদীভাঙন তীব্র হচ্ছে। একারনে বরিশাল পাতারহাট রুটিন স্পীডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

শুক্রবার( ১৩ সেপ্টেম্বর) বিকালে বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ইউপি সদস্য মোখলেছুর রহমানের নেতৃত্বে স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী স্পীডবোটও আটকে দেয় মুখলেসুর রহমান ও তার অনুসারীরা। মারধর করা হয় এক চালককে। স্পীডবোট মালিক ও চালকরা জানিয়েছেন, ক্ষমতার পালাবদলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চাঁদার জন্য এই পরিস্থিতির সৃস্টি করছে।

তালতলী-পাতারহাট নৌ রুটের স্পীডবোট চালক মোঃ সুজন বলেন, শুক্রবার বিকালের দিকে তালতলী থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় মোকলেছ মেম্বার লোকজন নিয়ে বাধা দেয়। তাকে কলার ধরে টেনেহিচরে পিটায়। তালতলী ছেড়ে সামনে স্লুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিনের স্প্রীডবোটও আটকে দেয়া হয়। তিনি বলেন, এ রুটে ৬২টি স্প্রীড বোট চলে। প্রতি ট্রিপে ৩০০ টাকা ভাড়া নেয়া হয়। বিএনপি নেতা মোকলেছসহ অন্যরা এ রুট দখল করার জন্য এসব করছে।

পাতারহাটে স্পীডবোটের কর্তৃত্বে থাকা আলম হোসেন বলেন, তালতলি খালের মধ্যে ঝামেলা হয়। তালতলি স্লুইজ গেট এর সামনে বোট আটকে দেয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছে পাড় ভেঙে যায়। যেকারনে সুজন নামক এক চালককে মারধর করেছে। তিনি বলেন, এ রুটে বেশি স্পীডবোট চলে তাই একটি পক্ষ চাচ্ছে না এখান থেকে বোট চলুক। তিনি আরও বলেন, আগে তো বাধা দেয়া হয়নি, এখন কেন দেয়া হলো তা বুঝতেছি না। প্রতিপক্ষের সঙ্গে একাধিকবার বসেছি কিন্তু তারা কিছুই বলে না।

শায়েস্তাবাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোকলেছুর রহমান বলেন, এলাকাবাসীর দাবী দ্রুত স্পীডবোট চলায় পাড় ভেঙে যায়। এজন্য এলাকাবাসী বোট চলাচল বন্ধ করেছে। তিনি বলেন, এলাকার নারী পুরুষ ইউএনওর বোটও আটকে দিয়েছে বলে শুনেছেন। তবে চাঁদা চাওয়া কিংবা বাধা দেয়ার সঙ্গে জড়িত নন। তিনি এলাকাবাসীকে বলেছেন যে ধীরে ধীরে বোট চলুক, কিন্তু তারা রাজি হননি। তালতলি, সায়েস্তাবাদ হয়ে চরমোনাই থেকে মেহেন্দীগঞ্জের পাতারহাট রুটে এ বোট চলে।

বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন বলেন, ন্থানীয়দের দাবী যে খালটি দিয়ে স্পীডবোট চলে সেখানে ভাঙন ধরেছে। তবে দীর্ঘদিন এখান থেকে স্পিডবোট চললেও বাধা দেয়া হয়নি। তাদের এধরনের দাবী থাকলে জেলা প্রশাসনকে বলার কথা বলেছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *