শিরোনাম

দখলমুক্ত হল বরিশালের বিনোদনকেন্দ্র পাবলিক স্কয়ার

Views: 38

বরিশাল অফিস :: অবশেষে দখলমুক্ত করা হয়েছে নগরীর সদর রোডের বিনোদনকেন্দ্র ‘পাবলিক স্কয়ার’ (হিরন স্কয়ার)। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার শওকত আলী পাবলিক স্কয়ার দখলমুক্ত করেন।

এসময় মালিকানা দাবি করে পাবলিক স্কয়ারের প্রবেশদ্বারে স্থাপন করা কভি গেটটি খুলে নিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সেই সঙ্গে জব্দ করা হয়েছে গেটে টাঙানো সাইনবোর্ড।

বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. শওকত আলী দখলের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থাল পরিদর্শন করেন। পরে তার নির্দেশে সিটি করপোরেশনের কর্মীরা সন্ধ্যার পরে গিয়ে এটি দখল মুক্ত করেন।

এসময় বিভাগীয় কমিশনার জানিয়েছেন, জমির মালিকানা নিয়ে আদালতের রায় থাকলে তা সিটি করপোরেশন এবং প্রশাসনকে জানাতে হবে। রায়ের বিষয়টি পর্যালোচনার বিষয় আছে। কাউকে কিছু না জানিয়ে সিটি করপোরেশনের মালিকানাধীন বিনোদন কেন্দ্রে গেট লাগিয়ে, সাইনবোর্ড টাঙিয়ে দখল নেয়া বেআইনী।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেছেন বিভাগীয় কমিশনার।

এর আগে শুক্রবার ভোরে পাবলিক স্কয়ার দখলে নেন পাঁচজন ব্যক্তি। সেখানে লোহার একটি নতুন গেট লাগিয়ে দেন তারা। এদিন দুপুরে পাবলিক স্কয়ারের জমির মালিকানা দাবি করে পাঁচ ব্যক্তির নামসহ গটে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের মাঝে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *