বরিশাল অফিস ::ঝালকাঠির নলছিটিতে গরু চোর সন্দেহে রাজ্জাক খান (৩০) নামে এক যুবক পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালীর পশ্চিম চর এলাকায় তাকে হত্যা করা হয়।
নিহত রাজ্জাক খান নলছিটি উপজেলার ঢাপর গ্রামের শাহজাহান খানের ছেলে।
নিহতের স্ত্রী পাখি বেগম জানান, তার স্বামী চোর নয়। তিনি বরিশালের কালিজিরা এলাকায় শ্রমিকের কাজ করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দুটি সন্তান রয়েছে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, ঘটনাস্থল থেকে এক জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।