শিরোনাম

সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে: সেলিমা রহমান

Views: 52

বরিশাল অফিস :: বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। নির্বাচন গণতন্ত্রের একটা বড় ধাপ। এর মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। এ জন্য দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে। 

মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) দুপুরে নগরীর বান্দ রোডে প্লানেট ওয়ার্ল্ড শিশুপার্কের সামনে বিএনপির বিভাগীয় শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এরপর বিভাগীয় শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি হয়েছে।

এসময় সেলিমা রহমান আরও বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার; তেমনি রাষ্ট্র সংস্কার, প্রশাসন, বিচার বিভাগ, ভোটের অধিকার সংস্কার করে এই সরকার যাতে নির্বাচন দেয় এটি হচ্ছে আমাদের প্রথম ম্যাসেজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপি গণতন্ত্র রক্ষা, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকারের জন্য গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে ছাত্র-জনতার আন্দোলনের কারণে স্বৈরশাসনের দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে। আমরা জনগণের জন্য কাজ করছি, জনগণকে রক্ষার জন্য কাজ করছি। এক্ষেত্রে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়তে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *