Views: 53
চন্দ্রদ্বীপ ডেস্ক: স্মার্টফোনে ইন্টারনেট নেই। দুশ্চিন্তা করছেন, কীভাবে ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। সমস্যার সমাধানে দারুণ ফিচার ঘোষণা করল মেটা। অ্যাপে অফলাইনেই ফাইল ও ডকুমেন্ট বিনিময় করা যাবে। ফিচারটি এখন মেটা পরীক্ষা করছে।
অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে কবে থেকে সুবিধাটি চালু হবে, তা এখনও নিশ্চিত নয়। খবরে প্রকাশ, দ্রুত ও ক্রমান্বয়ে সারাবিশ্বের সব ডিভাইসে ফিচারটি রোল আউট করবে। ফিচারটি অ্যাকটিভ হলে উল্লিখিত সুবিধা পেতে অবশ্যই অ্যাপটির সবশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে।