শিরোনাম

বরিশাল বাস মালিক সমিতি দখলে বিএনপি ও আওয়ামী লীগ একাট্টা

Views: 38

বরিশাল অফিস :: বরিশাল নগরীর রূপাতলীস্থ বাস মালিক সমিতি দখলে রাখতে একট্টা হয়েছেন বরিশাল মহানগর বিএনপির দায়িত্বশীল এক প্রভাবশালী নেতা ও তার নিকট স্বজন আওয়ামী লীগের সক্রিয় নেতারা। ইতোমধ্যে বিএনপির লোকজনদের নিয়ে গঠিত কমিটি বাদ দিয়ে ওই প্রভাবশালী নেতাকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির ওই সাতজনের আহবায়ক কমিটির তিনজনই হচ্ছেন আওয়ামী লীগ নেতা। ফলে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করে বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার বিকালে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা অভিযোগ করেন, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরই মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার তার লোকজন দিয়ে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি দখল করিয়ে নিয়েছেন।

পরবর্তীতে সাত সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। ওই কমিটিতে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আহবায়কের দায়িত্ব নিয়েছেন। বাকি ছয়জনের মধ্যে তিনজনই হচ্ছেন আওয়ামী লীগ নেতা। এনিয়ে সর্বমহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

সূত্রমতে, গঠণ করা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এইচএম মান্নান ও সদস্য নাসির মৃধা বিগত সময়ে সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কমিটির অপর সদস্য মোশাররফ হোসেন সান্টু হচ্ছেন জিয়া উদ্দিন সিকদারের চাচা শশুর ও বাস মালিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনের বড় ভাই। কাওছার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ক্যাশিয়ার হিসেবে পরিচিত। কমিটির অপর সদস্য আল-আমিন হোসেন আওয়ামী লীগের সক্রিয় নেতা।

সূত্রে আরও জানা গেছে, গত ২৮ আগস্ট বিআরটিসির চেয়ারম্যান বরাবরে একটি আবেদনপত্র দাখিল করেছেন জিয়া উদ্দিন সিকদার। সেখানে নিজেকে বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তিনি পরিচয় দিয়েছেন। অথচ আহবায়ক কমিটি দিয়ে চলছে মহানগর বিএনপি। ওই আবেদনে তিনি (জিয়া) ঢাকা-বরিশাল রুটে নিয়মিতভাবে পরিচালনার জন্য এসি বাস বরাদ্দ চেয়েছেন।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, জিয়া উদ্দিন সিকদার রূপাতলীস্থ বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আহবায়ক হয়েছেন সেটা জানি। তবে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে বাস বরাদ্দ চেয়েছে সে বিষয়টি জানা নেই। যদি এমনটা হয়ে থাকে সেটি অনেক বড় অন্যায়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু বলেন, গত ৫ আগস্টের পর থেকেই বিএনপি হার্ডলাইনে আছে। কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে বাস বরাদ্দ চাওয়ার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও
তিনি উল্লেখ করেন।

অভিযুক্ত বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বাস মালিক সমিতি হচ্ছে একটি ব্যবসায়িক সমিতি। ব্যবসা পরিচালনার জন্য কাঠামোগত প্রক্রিয়া

সবসময় সচল রাখতে হয়। বাস মালিকরা সাধারণ সভা করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করেছে। সেখানে আমাকে আহবায়ক করা হয়েছে। তিনি আরও বলেন, আমার ক্ষমতার লোভ নেই। আমি সকলের অনুরোধে কমিটিতে পদ গ্রহণ করেছি। এনিয়ে বিতর্কের সুযোগ নেই।

উল্লেখ্য, রূপাতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ২২টি রুটে বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির তিন শতাধিক বাস যাত্রীসেবা দিয়ে আসছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *