পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারিতে জড়িত থাকার অভিযোগে দলটির ৩ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্যসচিব স্নেহাংশু সরকার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাদা খান ও উপজেলা বিএনপি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও মির্জাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গোলাম সরোয়ার হাওলাদার।
জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপির ওই ৩ নেতার বিরুদ্ধে বিভিন্ন হাটবাজারে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের অভিযোগ আছে। এ ব্যাপারে ভুক্তভোগী কেউ কেউ আদালতে মামলা ও থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁদের মধ্যে গোলাম সরোয়ার হাওলাদার কারণ দর্শানোর কোনো জবাব দেননি। বাকি দুজনের জবাব গ্রহণযোগ্য না হওয়ায় পদ থেকে তিনজনকেই অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া গোলাম সরোয়ার হাওলাদার বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আজ জানতে পারলাম আমাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে আমি কোনো কারণ দর্শানোর নোটিশ পাইনি। তা ছাড়া আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।’