পটুয়াখালী প্রতিনিধি :: ‘দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ স্লোগানকে সামনে রেখে দেশে বেকারত্ব মহামারি নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার এবং সদস্য মো. সোহাগ মিয়া।
এ ছাড়াও এ সময় ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুবেল মাহামুূদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান।
মানববন্ধনে গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার অন্যতম নেতা মো. ইউনুস বিশ্বাস ও গণ অধিকার পরিষদের পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুমসহ যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।