Views: 40
চন্দ্রদ্বীপ নিউজ :: ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করা ঋষভ পন্থকে অবশেষে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। ৫৬তম ওভারের তৃতীয় বলে নিজের বলেই ক্যাচ নেন বাংলাদেশ স্পিনার। বাঁহাতি পন্থ ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করেছেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটিতে শুভমান গিলের সঙ্গে ২১৭ বলে ১৬৭ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি। গিল পঞ্চম টেস্ট সেঞ্চুরি করে অপরাজিত আছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৬৩ রান করেছে ভারত। গিল ১০৬ ও লোকেশ রাহুল ১১ রানে ব্যাট করছেন। দলটির লিড দাঁড়িয়েছে ৪৯০ রান।
গতকাল ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দিন শেষ করেছে ভারত। গতকালই তাদের লিড দাঁড়িছিল ৩০৮ রান।
এর আগে চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত শুরু এনেও সেটি ধরে রাখা যায়নি। প্রথম ইনিংসে ৩৭৬ রানের বড় স্কোর গড়েছে রোহিত শর্মার দল। যেখানে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের তোপে মাত্র ১৪৯ রানে অলআউট হয় নাজমুল হাসান শান্তর দল। ২২৭ রানে এগিয়ে থাকলেও বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ব্যাটিংয়ে নামে ভারত।