শিরোনাম

বিচার বিভাগের জন্য এসব ভালো কিছু না: আসিফ নজরুল

Views: 52

চন্দ্রদ্বীপ নিউজ ::আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘বিচার বিভাগে যদি এমন কোনও বিচারক থাকেন, যিনি মানুষের কাছ থেকে তরবারি উপহার নেন, ছাত্র সংগঠনের কাছ থকে ফুল উপহার নেন, মৌলিক অধিকার ছিনিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন। বিচার বিভাগের জন্য এসব ভালো কিছু না।’

শনিবার সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এদিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ অন্তর্বর্তী সরকারের সিগনেচার স্টেটমেন্ট বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা কোনও দলীয় মনোভাব রাখবেন না। আপনার বিবেকের সঙ্গে কথা বলেন, কারও সঙ্গে অবিচার করবেন না। নিন্ম আদালতে যারা আছেন, আপনারা মানুষকে যতটুকু সম্ভব হয়রানিমুক্ত রাখবেন।’

বিচারপ্রার্থীদের ওপর হামলা গ্রহণযোগ্য নয়, এমন মন্তব্য করার পাশপাশি বিচারবিভাগকে সবচেয়ে বেশি দ্বায়িত্বশীল প্রতিষ্ঠান হওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

বিচারবিভাগের সংস্কারের উদ্যোগ নেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এরইমধ্যে কমিশন গঠন করা হয়েছে। আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। ঢালাও মামলা করে মানুষ হয়রানি থেকে বের হতে চাই।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *