শিরোনাম

কলাপাড়ায় যাত্রীবাহী বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, শিশু সহ আহত-৫

Views: 25

পটুয়াখালী প্রতিনিধি :: পটুুয়াখালীর কলাপাড়ায় ফোরলেন সংলগ্ন কলাপাড়া -কুয়াকাটা সড়কে যাত্রীবাহী বাস এবং অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশু সহ পাচঁজন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয় মানুষ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলো মো.বেল্লাল তালুকদার (৪৫), সজল (৩২) আশ্রাফ (৪০), মোসা. হাবিবা (১৭) এবং মিথিলা (২)।

পরে এদেরকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতদের বাড়ী কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

আহতদের সূত্রে জানা গেছে, তারা অটোরিক্সা যোগে কলাপাড়া পৌরশহরে আসতেছিল, অটোরিক্সাটি সড়কের বিপরীত দিকে আসার চেষ্টা করলে বাসটির ধাক্কায় অটোরিক্সাটি দুমরে-মুচরে যায়।

তবে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা। বাস চালকের দক্ষতার কারনে অনেকটা ক্ষতি কম হয়েছে। না হলে আরো বড় ধরনের দূর্ঘটনার শিকার হতো অটোরিক্সার যাত্রীরা।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা.সাবরিনা সরকার জানান, আহতদের প্রাতমিক সিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে। তবে তারা অনেকটা শংকা মুক্ত বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি কেউ এখনো পর্যন্ত অবগত করেনি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *