শিরোনাম

টেকসই বেড়িবাঁধের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

Views: 24

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধের দাবিতে টিয়াখালী নদী পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধ না থাকায়, জোয়ার ভাটায় প্লাবিত প্রায় ২৫০ পরিবার এবং চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে শত শত একর কৃষি জমি। তাই টেকসই বেড়িবাঁধের দাবি ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসীর।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, মো. শাহীন মোল্লা, মো. সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো. মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসা. হালিমা আয়শা ও মেহেদী হাসান।

বক্তারা বলেন, ‘জোয়ার-ভাটায় আমাদের এলাকার প্রায় ২৫০ পরিবারের ঘরবাড়ি পানিতে ডুবে যায়। বাচ্চারা স্কুলে যেতে পারে না। রান্নাঘরে পানি উঠায় আমরা রান্না করতে পারি না। বিগত দিনে ঘূর্ণিঝড় রেমালের সময় চার দিন পর্যন্ত আমাদের বাড়িঘর পানিতে তলিয়ে ছিল। জোয়ার-ভাটায় কৃষি জমি তলিয়ে যাওয়ার কারণে বছরে একবার চাষাবাদ করতেও আমাদের কষ্ট হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য সোহেল মোল্লা বলেন, আমাদের এখানকার প্রায় ২০০ একর জমি তলিয়ে থাকে। তিন ফসলি এই জমি অথচ আমরা এক ফসলও চাষাবাদ করতে পারি না। আমরা অনেক কষ্টের মাঝে আছি। আমাদের এখানে একটা টেকসই বেড়িবাঁধ খুবই প্রয়োজন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *