পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন আবাসিক হোটেল রুপন্তী এখন মরণফাঁদে পরিণত হয়েছে। নির্মাণাধীন এই ভবনে কোনো নিরাপত্তাবেষ্টনী না থাকায় শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আর এতে প্রতিনিয়ত চলছে দুর্ঘটনা। চলতি বছরে এই ভবনে কর্মরত অবস্থায় দুই নির্মাণ শ্রমিক নিচে পড়ে মারা যান।
গত শুক্রবার ওই ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পা ফসকে পড়ে মাহবুব (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। তার বাড়ি নাটোর জেলার সদর উপজেলায়। এছাড়া গত ২৮ মার্চ আব্দুল রব নামের এক শ্রমিকের মৃত্যু হয়। তারা বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। একের পর এক শ্রমিকের মৃত্যুর পরও নিরাপত্তা ইস্যুতে উদাসীন ভবন কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন গাজী বলেন, আমি এই নির্মাণাধীন হোটেলের সামনের চা বিক্রি করি। গত শুক্রবার শ্রমিক যখন ছাদ থেকে নিচে পড়ে তখন আমরা একটা শব্দ পাই। দৌড়ে গিয়ে দেখি একজন শ্রমিক পঞ্চম তলার উপর থেকে নিচে পড়ে হাত ভেঙে গেছে ও মাথায় আঘাত পেয়েছে। সাথে সাথে আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করে। পরে খবর পেয়েছি পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে শ্রমিক।
নিহত শ্রমিক মাহবুবের বাবা বলেন, ছেলে হারানোর শোকে অনেকটাই বিপর্যস্ত আমার জীবন। নিরাপত্তাবেষ্টনী ছাড়া কাজ করতে গিয়ে আমার মতো অন্য কারো সন্তান মারা যাক তা আমি চাই না।
নির্মাণাধীন ভবনের মালিক পক্ষ জানান, নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনাটি একটি দুর্ঘটনা। এ বিষয়ে তার পরিবারের সাথে সমঝোতা হয়েছে। নিহত শ্রমিককে তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তার পরিবারকে সাধ্য অনুযায়ী সার্বিক সহযোগিতা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, কোন নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষের বিল্ডিং কোড না মেনে কাজ করার কোনো সুযোগ নেই। অবশ্যই নিরাপত্তাবেষ্টনী থাকতে হবে নির্মাণাধীন ভবনের। এগুলো না মেনে যদি কেউ কাজ করে এবং সেখানে কোন দুর্ঘটনা ঘটে তাহলে সে বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
মরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, কুয়াকাটায় নির্মাণাধীন এক হোটেলের ছাদ থেকে পরে শ্রমিক মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। তবে এ বিষয় থানা এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। কিন্তু বিষয়টি আমরা খতিয়ে দেখছি, ঘটনা সত্যতা প্রমাণ হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।