শিরোনাম

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

Views: 51

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ২০২২ সালের ২৬ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চূড়ান্ত হয় ২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। সেই থেকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তখন জ্যোতি বলেছিলেন, ‘খবরটা শোনার পর আমি খুব রোমাঞ্চিত। কারণ, নিজের দেশে বিশ্বকাপ খেলার মতো সৌভাগ্য সবার হয় না।’

অথচ আজ মিরপুরে নিগার যখন বিশ্বকাপের অফিসিয়াল ব্লেজার পরে হাজির হয়েছেন তখন তার আক্ষেপ, আর্তনাদের শেষ নেই! কেননা নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করে আইসিসি মাসখানেক আগে বিশ্বকাপ সরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে। ৩ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষ হবে ২০ অক্টোবর। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩-১৫ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল।

‘বি’ গ্রুপে আছে— বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

২০১৪ টি-টিয়োন্টি বিশ্বকাপ থেকে নিয়মিত খেলছে বাংলাদেশ। কিন্তু প্রথম আসরের পর পরের চার আসরে কোনো ম্যাচ জিততে পারেনি। এবার সেই গেরো ছুটাতে চান বাংলাদেশের অধিনায়ক, ‘ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল… অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়। আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই।’

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *