পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হানুল ইসলাম ও আঁখি আক্তার। তারা মানবিক বিভাগের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, দুপুর ১২টার দিকে দশম শ্রেণির মানবিক বিভাগের ইতিহাস বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত রায়হানুল ইসলামকে পাশের মহিষকাটা বাজারে স্থানীয় চিকিৎসক শাহ আলম মিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। তার মাথায় পাঁচটি সেলাই লেগেছে। আহত অপর শিক্ষার্থী আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
বাবুল হোসেন আরও বলেন, বিদ্যালয়ে একটি পুরোনো ভবনে শ্রেণিকক্ষের কার্যক্রম চলে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। পাশেই আরেকটি নতুন ভবনের কাজ চলমান। অর্থবছর শেষ হয়ে গেলেও নতুন ভবনের নির্মাণকাজ শেষ করছেন না ঠিকাদার। এতে শ্রেণিকক্ষের সংকট রয়েছে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও নাসিবা বলে, ক্লাস চলাকালীন একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে যায়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজের ঠিকাদার মো. সেলিম হাওলাদার বলেন, ‘বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে যেটুকু কাজ করা হয়েছে, সে কাজের তুলনায় অফিস থেকে আমাকে কম টাকা দেওয়া হয়েছে। এ জন্য কাজটি শেষ করতে দেরি হচ্ছে।