শিরোনাম

জাতির উদ্দেশে ভাষণ দেবেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

Views: 21

চন্দ্রদ্বীপ নিউজ ::শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনসহ অন্যান্য চ্যানেলেও সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ফাস্ট ও ডেইলি মিরর এ বিষয়ে খবর প্রকাশ করে।

খবরে জানানো হয়, শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে, ভাষণে তার সরকারের আগামীদিনের করণীয় সম্পর্কে বক্তব্য রাখবেন।

এর আগে সোমবার রাতে ডা. হরিণী জয়সুরিয়াকে অন্তর্বতী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন প্রেসিডেন্ট। এছাড়া আরো তিন মন্ত্রীকেও নিয়োগ করা হয়।

সোমবার রাতেই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরামর্শ করে এক ডিক্রিবলে বিগত জাতীয় সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে।

এরপর দেশটির নির্বাচন কমিশনকে নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানানোর কথা। তারপর নির্বাচন কমিশন জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করবে। নির্বাচন অনুষ্ঠানের আগে ১০ থেকে ১৭ দিন মনোনয়নপত্র দাখিল করার সময় দেওয়া হবে।

২০২৫ সালের জানুয়ারি মাসে নতুন সংসদ তার যাত্রা শুরু করবে বলে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম জানায়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *