শিরোনাম

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-দীপু-পলক

Views: 40

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে রাজধানীর বাড্ডা থানার পৃথক ৩ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া আরও দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবুকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানিকালে দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন করা হয়।

আসামির পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আসামিদের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের জিআর শাখার পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ও বিএনপি দলীয় আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন নাকচ করে দেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *