শিরোনাম

চ্যাটে কেউ আড়ি পাতছে?

Views: 38

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আর আপনার হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতলে সেটি হাতেনাতে মুহূর্তের মধ্যেই ধরতে পারবেন। হোয়াটসঅ্যাপে বন্ধুর সঙ্গে কোনো গোপন বিষয়ে আলোচনা করছেন অথবা ভালোবাসার মানুষকে আপনার কোনো সেলফি ছবি পাঠিয়েছেন— তবে দূর থেকে আপনার গোপন চ্যাটবক্সে কেউ নজর রাখছেন কি না তা বুঝবেন কীভাবে?

আপনার হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতলে সেই ‘চুরি’ হাতেনাতে ধরতে পারবেন মুহূর্তের মধ্যেই। হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় সতর্ক রাখলেই বুঝতে পারবেন অন্য কেউ আপনার চ্যাটবক্সে ঘাপটি মেরে বসে রয়েছেন কিনা। হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ ঢুকলে নোটিফিকেশন হিসেবে ফোনে আসত। সঙ্গে বেজে উঠত নোটিফিকেশনের ঘণ্টাও। কিন্তু হঠাৎ যদি নোটিফিকেশন আসার সময় আওয়াজ না হয় তাহলে বুঝতে হবে আপনার ব্যক্তিগত চ্যাট অন্য কেউ পড়ে ফেলছেন।

এমনকি, ফোনে কোনো অপরিচিত বিষয় সম্পর্কিত নোটিফিকেশন ঢুকে পড়তে দেখলেও সাবধান হতে হবে। তবে বিপদ থেকে বাঁচার উপায়ও রয়েছে। ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে হোয়াটসঅ্যাপ লগ ইন করলে তা মনে করে লগ আউট করুন। হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে একবার চোখ বুলিয়ে দেখে নিন, অন্য কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে কি না। নিজের ফোন থেকে এক ক্লিকেই সমস্ত ডিভাইস থেকে লগ আউট করে দিন।

আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ, অথবা যে অ্যাপগুলোর সত্যতা নিয়ে আপনার মনে সন্দেহ রয়েছে সেই অ্যাপগুলো ফোন থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন। এই অ্যাপগুলো থেকে ফোন হ্যাক করার সম্ভাবনাও এড়ানো যায় না।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *