পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে গলায় ফাঁস দেওয়া রবিউল ইসলাম (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মনসাতলী গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনার ঘটে। নিহত রবিউল ডালবুগঞ্জের বাসিন্দা জসিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সাথে দাওয়াত শেষে ঘুমানোর জন্য রবিউল তার রুমে প্রবেশ করে। এসময়ে তার বাবা ও মা পাশের বাড়ি রোগী দেখতে যায়, সেই সময় সবার অগোচরে গলায় গামছা বেঁধে ঘরের ফ্যানের সাথে ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। পরে তার বাবা মা, বাড়িতে ফিরে রবিউলকে ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে , ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে মাটিতে নামিয়ে রাখে।
তবে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় এই ঘটনা ঘটতে পারে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।