পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তার সঙ্গে হল প্রভোস্ট, সহকারী হল প্রভোস্টসহ একাধিক শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপাচার্য একটি পরিদর্শন টিম নিয়ে আবাসিক হলগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের আবাসিক হলের বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শুনে পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা নিরসনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।