শিরোনাম

আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই: বিএমপি কমিশনার

Views: 44

বরিশাল অফিস ::বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথম কর্মদিবসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই গত ৫ আগস্টের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বরিশালে কোনো অস্ত্র লুট হয়নি, থানায়ও হামলা হয়নি জানিয়ে বরিশালবাসীকে ধন্যবাদ জানিয়েছেন নবাগত পুলিশ কমিশনার।

বরিশাল পুলিশ কমিশনার বলেন, শুধু মাদক বহনকারী নয়, মাদক বিক্রেতার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিএমপির পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি।

 

এ সময় সাংবাদিকদের উদ্দেশে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করা এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক সহযোগিতা চেয়েছেন নবাগত এ পুলিশ কমিশনার। সেইসঙ্গে নিরাপদ বরিশাল গড়তে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ প্রত্যাশা করেন।

এরপর তিনি সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সভায় পুলিশ কমিশনার সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের কাছ থেকে ইতিবাচক সহায়তা চাই। আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই। আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করুন। আপনাদের সব গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ আমরা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মো. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি রুনা লায়লাসহ বরিশালে কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *