মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় গলায় বটি চালিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতি বার সন্ধ্যায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহতের নাম আবু বক্কর মুন্সি (৪৫)। তিনি বোয়ালিয়া গ্রামের আব্দুল রব মুন্সির সন্তান ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের তরমুজ চাষী আবু বক্কর মুন্সি পর পর কয়েক বছর তরমুজ চাষে লোকসান দিয়ে দেনা গ্রস্ত হয়ে পড়েছেন ।
এ নিয়ে স্ত্রী মমতাজ বেগমের সাথে তার প্রায়ই ঝগড়া ঝামেলা হতো। গত ৫/৬ মাস যাবৎ আবু বক্কর অসংলগ্ন কথা বার্তা বলতেন। মঙ্গলবার রাতে বোয়ালিয়া নিজ বাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে বিষ পান করে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বুধবার শ্বশুরবাড়ি উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী সিকদার বাড়ি নেয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার ঘরের বটি দিয়ে নিজ গলায় আঘাত করলে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গাইন বলেন, পরিবারের লোকজন জানিয়েছে তিনি মানসিক রোগী। এখনো কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।