শিরোনাম

সার্কুলার ইকোনমি এন্টপ্রেনরশিপ প্রোগ্রামে ১ম পবিপ্রবি

Views: 19

পটুয়াখালী প্রতিনিধি :: দ্য আর্থ আয়োজিত ইএমকে সেন্টারের অর্থায়নে সার্কুলার ইকোনমি এন্টপ্রেনরশিপ প্রোগ্রামে প্রথম হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিম।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে গ্রিন হরিজন নামক কুয়াকাটা বেজ যুব ক্ষমতায়ন স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহরনমাদ আরাফিন, দ্য আর্থ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়াসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী তানজিদ হাসান জিসানের নেতৃত্বে পবিপ্রবি টিম প্রথম স্থান অর্জন করে। বিজয়ী টিম ‘প্লাস্টিকমুক্ত সাগরজল, কুয়াকাটা হবে নির্মল’ স্লোগ্রান সামনে রেখে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় কাজ করছে।

বিজয়ী টিমের নেতা তানজিদ হাসান জিসান বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে প্রতিদিন প্রায় ২৫ কেজি প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। আমাদের মূল উদ্দেশ্য প্লাস্টিক দূষণ রোধ করে কুয়াকাটাকে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। নির্মল মূলত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী সাপ্লাই চেইন নেটওয়ার্ক তৈরি করবে। এই প্লাস্টিক বর্জ্য বিক্রির মাধ্যমে প্রাপ্ত আয়ের অংশ অ্যাপের মাধ্যমেই হোটেল ম্যানেজার, প্লাস্টিক ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীর কাছে পৌঁছে যাবে। আমাদের এ উদ্যোগ পুরোপুরিভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *