চন্দ্রদ্বীপ নিউজ :: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের স্বপ্ন অধরা থেকে গেল বাংলাদেশের। এবার আসরটির ফাইনালে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে শিরোপা খুইয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
সোমবার ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে গ্রুপ পর্বের দেখায় ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
প্রথমার্ধে এদিন কোনো গোল হয়নি। পরে ম্যাচের ৫৭তম মিনিটে এগিয়ে যায় ভারত। অধিনায়ক মাতের কর্নারে হেডে নাহিদের প্রতিরোধ ভাঙেন মোহাম্মদ কাইফ।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ ক্যাটাগরিতে হয়েছে। অনূর্ধ্ব-১৫ ও ১৬ ক্যাটাগরিতে একবার করে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ তে এই প্রথম রানার্সআপ হলো তারা।
এর আগে ২০২২ সালে অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে হওয়া প্রথম আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।