বরিশাল অফিস: বরিশাল নগরীর ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত বরিশাল নতুন বাজার ও নথুল্লাবাদ মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় বানিজ্য মন্ত্রণালয়ের কতৃক নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে আলু,পেঁয়াজ ও ডিম বিক্রি করা সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল আনসার ব্যাটেলিয়ন ২২ এর একটি টিম।
বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, বানিজ্য মন্ত্রণালয় থেকে আলু,পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারন করে দেয়াতে বরিশাল নগরীর নতুন বাজার ও নথুল্লাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।