বরিশাল প্রতিনিধি :: বরিশাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের এর আয়োজনে বুধবার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মা ইলিশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন সভাপতি জেলা প্রশাসক তিনি সবাইকে মা ইলিশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।