শিরোনাম

ববিতে প্রথমবর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা

Views: 33

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬,৭ ও ৮ অক্টোবরের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল গণ্য হবে। এ ছাড়া প্রথমবর্ষের পাঠদান শুরু হবে আগামী ২১ অক্টোবর। ববি ভর্তি কমিটির সদস্য সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথমে তার জিএসটি ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসংবলিত মূল প্রবেশপত্র লাগবে। এরই মধ্যে (১ম ও ২য় প্রাথমিক তালিকায়) প্রাথমিকভাবে ভর্তিকৃতদের বিশ্ববিদ্যালয়ে মূল ট্রান্সক্রিপ্ট জমা দানের রশিদ দেখাতে হবে। যারা তৃতীয় ও চতুর্থ প্রাথমিক তালিকায় প্রাথমিকভাবে ভর্তি হয়েছে কিন্তু মূল ট্রান্সক্রিপ্ট কোন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে জমা দেননি তারা মূল ট্রান্সক্রিপ্ট প্রদর্শন করে ডিন অফিস থেকে ভর্তি ফরম ও পে-স্লিপ সংগ্রহ করবে।

পরে ভর্তি ফরম ও পে-স্লিপ যথাযথভাবে পূরণ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিন্ট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি এবং চয়েস ফরমের প্রিন্ট আউটের মূল কপিসহ ফরমের যথাস্থানে এক কপি সাম্প্রতিক তোলা রঙিন ছবি লাগিয়ে নিতে হবে। আরেক কপি রঙিন ছবি স্ট্যাপলারের মাধ্যমে সংযুক্ত করে ভর্তি ফরম ও পে- স্লিপ সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে। ব্যাংকে ভর্তি ফি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিন অফিসে ভর্তি ফরম জমা দেওয়ার পরে শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের মূলকপি ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিন্ট অথবা GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মূল ট্রান্সক্রিপ্ট জমাদানের মূল রশিদসহ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের কাছে উপস্থিত হতে হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *