পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সাথে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নাফিসা নাজ নীরা এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ খালিদ সাইফুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর মোঃ মুহীদ, সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন।
তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া, তিনি মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।