পটুয়াখালী প্রতিনিধি :: মেয়াদ উত্তীর্ন ওষুধ সংরক্ষন, অতিরিক্ত দামে পন্য সামগ্রী বিক্রি এবং পন্য’র মোড়কে সঠিক নাম, ঠিকানা না থাকায় তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
পটুুয়াখালীর কলাপাড়ায় বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের নতুন বাজার এলাকার তিন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। এদের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষনের দায়ে শুভ মেডেকেল হলে ১৫ হাজার টাকা, পন্য’র মোড়কে সঠিক নাম ঠিকানা না থাকায় পটুয়াখালী বেকারীর মালিককে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে হাঁস-মুরগীর খাবার বিক্রি করার দায়ে ভাই ভাই ষ্টোর্সে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়া।
এসময় কলাপাড়া উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। কিছু অসাধু ব্যবসায়ী ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পৌরশহরের অনেক দোকান পাট তাৎক্ষনিক বন্ধ করে মালিকরা সটকে পড়েন।