শিরোনাম

মা ইলিশ রক্ষায় কলাপাড়ায় সচেতনতামূলক আলোচনা সভা

Views: 76

 

বরিশাল অফিস: ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তরের অর্থায়নে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজন করে।

এতে সভাতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর উপ-পরিচালক নৃপেন্দ নাথ বিশ্বাস, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর সিনিয়র সহকারী পরিচালক মো.ইয়াছিন, এসসিএম এফপি প্রকল্পের উপ প্রকল্প পরিচালক সঞ্জীব সন্ন্যামত।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি প্রমুখ। এ সময় কুয়াকাটা নৌ-পুলিশ, কোস্টগার্ড, সমুদ্রগামী জেলে, মাঝি, ট্রলার মালিক, আড়ৎদার ও ব্লু-গার্ড সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সমুদ্র দূষণ ও মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে জেলেদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *